রোহিনীতে মাছ চাষীদের হাতে তুলে দেওয়া হল মাছের চারা ও চুন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রোহিনীতে মাছ চাষীদের হাতে তুলে দেওয়া হল মাছের চারা ও চুন

​নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী এলাকায় সাঁকরাইল ব্লকের কার্যালয় থেকে আত্মা প্রকল্পের মাধ্যমে 20 জন মাছ চাষীকে 2 হাজার মাছের চারা ও চুন দেওয়া হল। এদিন ওই মাছ চাষীদের হাতে মাছের চারা ও চুন তুলে দেন সাঁকরাইল ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ কমল কান্ত রাউৎ। বিডিও রথীন বিশ্বাস এবং ব্লকের মৎস্য আধিকারিক মলয় পাত্র সহ অন্যান্যরা। এদিন ওই এলাকার ২০ জন মাছ চাষীকে আমূর কাপ, মাছের চারা ও চুন তুলে দিয়ে ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ কমল কান্ত রাউৎ বলেন, 'আগামী দিনে সাঁকরাইল ব্লকের প্রতিটি মাছ চাষীর হাতে মাছের চারা, চুন তুলে দেওয়া হবে, যাতে তারা ভাল ভাবে মাছ চাষ করতে পারে। আত্মা প্রকল্পের মাধ্যমে মাছ চাষ করলে ব্লকের বহু মাছচাষী উপকৃত হবেন। সেইসঙ্গে এই এলকায় বাড়বে কর্মসংস্থান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আগামীদিনে সাঁকরাইল ব্লকে আরও বেশি করে যাতে মাছ চাষ করা যায় সেই চেষ্টা আমরা চালিয়ে যাবো'। আত্মা প্রকল্পের মাধ্যমে এদিন মাছের চারা ও চুন পেয়ে খুশি ওই এলাকার মাছচাষীরা।