নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে বেশ কিছুদিন ধরে ব্যাংক জালিয়াতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নানা ভাবে গ্রাহকদের কাছ থেকে 'OTP' নিয়ে একাউন্ট থেকে টাকা আত্মসাৎ করছে দুষ্কৃতীরা। এবারে সাধারণ মানুষদের এই জালিয়াতির হাত থেকে বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় 'মিম' শেয়ার করল কলকাতা পুলিশ। টুইট করে এই 'মিম' শেয়ার করল কলকাতা পুলিশ। সেখানে সাধারণ মানুষকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, কোনও ভাবেই ফোনে আসা কোনও 'OTP' শেয়ার না করতে।