দুর্দশার শিকার ত্রিপুরার গ্রাম-পাহাড়ের মানুষ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দুর্দশার শিকার ত্রিপুরার  গ্রাম-পাহাড়ের মানুষ

নিজস্ব প্রতিনিধি -ত্রিপুরার অমরপুরের রামভদ্র এলাকায় গত ২ মাস ধরে পানীয় জলের সঙ্কটে ভুগছে সেখানের স্থানীয় মানুষেরা।প্রশাসনকে হাজার বার আর্জি করার পরেও মিলেছে শুধু আশ্বাস। জল মানেই জীবন প্রাত্যহিক জীবনে জলের আসল মূল্য হয়তো এই স্থানীয় অঞ্চলের লোকজনেরাই দিন রাত বুঝতে পারছে।সেখানকার পরিস্থিতি এতটাই খারাপ মানুষকে শেষ পর্যন্ত জলের জন্য রাস্তায় নামতে হয়েছে।এমনকি বিদ্যুৎ পরিষেবাও নাজেহাল সেই অঞ্চলে। সেই অঞ্চলের স্থানীয় মহিলারা জানান, বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়েছে, সাথে জলেরও সঙ্কট রয়েছে। বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও হয়নি কোনো কাজ। এদিকে জলের সমস্যায় তাদের পরিবারের ছোট সদস্যরাও পরছে নানা ধরনের রোগের কবলে।