নিজস্ব সংবাদদাতাঃ বালিগঞ্জে চলছে উপনির্বাচন। হাত ধরে ভোটারদের ভোট দিতে নিয়ে যাওয়ার অভিযোগ। বালিগঞ্জের এক বুথে এই ছবি ধরা পড়ল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সবুজ টি-শার্ট পরা ওই ব্যক্তি উল্টো অভিযোগ করেন, 'আপনারা এইভাবে দাঁড়িয়ে থাকলে লোকেরা ভোট দেবেন কীভাবে!' এই কারনেই নাকি তিনি ভোটারদের হাত ধরে ভোট দিতে নিয়ে যাচ্ছেন। উল্লেখ্য সাংবাদিকদের গায়ে হাত দেওয়ারও অভিযোগ উঠে ওই ব্যক্তির উপর।