নিজস্ব সংবাদদাতাঃ সকাল সকাল ভূমিকম্পে কাঁপল ওসিয়ানিয়ার টোঙ্গা। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮ টা বেজে ৩৩ মিনিট ৫৫ সেকেন্ডে কেঁপে ওঠে টোঙ্গা। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭ ম্যাগনিটিউড। মাটি থেকে ২৭৮ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। টোঙ্গা থেকে ১৭.২২ কিলোনিটার দক্ষিণে এবং ১৭৫.০৫ কিলোমিটার পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল।