নিজস্ব সংবাদদাতাঃ বালিগঞ্জে উপনির্বাচন চলছে। এরই মধ্যে এই কেন্দ্রের বেশ কিছু বুথে নানা অভিযোগ উঠে আসছে শাসক দলের বিরুদ্ধে। এমনই এক কেন্দ্রে একজন সবুজ শার্ট পরা লোক নিজেকে প্রথমে ভোটার বলে দাবি করেন। এরপর আবার সেই একই লোক নিজেকে পোলিং এজেন্ট বলেও দাবি করেন। এমনটাই অভিযোগ।