নিজস্ব সংবাদদাতাঃ সোমবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দেশটিতে 'কূটনৈতিক আবরণে' গুপ্তচর হিসেবে কাজ করার সন্দেহে ছয় জন রুশ এজেন্টকে বহিষ্কার করছে ফ্রান্স। "খুব দীর্ঘ তদন্তের পর, জেনারেল ডিরেক্টরেট অফ ইন্টারনাল সিকিউরিটি (ডিজিএসআই) রবিবার, ১০ ই এপ্রিল, আমাদের অঞ্চলে রাশিয়ান গোয়েন্দা পরিষেবাদি দ্বারা পরিচালিত একটি গোপন অভিযান প্রকাশ করেছে," বিবৃতিতে বলা হয়েছে, ছয় জন রাশিয়ানদের কার্যক্রম, যাদের এখন "পার্সোনা নন গ্রাটা" হিসাবে মনোনীত করা হয়েছে, "আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী"। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন এক টুইট বার্তায় এর সঙ্গে জড়িত ফরাসী নিরাপত্তা এজেন্টদের অভিনন্দন জানিয়েছেন, যারা 'আমাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করা রুশ গোপন এজেন্টদের একটি নেটওয়ার্ককে বাধাগ্রস্ত করেছে।' ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, 'রুশ রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে দূতাবাসের দুই নম্বর ব্যক্তিকে আজ সন্ধ্যায় মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে এই সিদ্ধান্তের কথা জানানোর জন্য।