নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রীর গদি দখল করেই শাহবাজের নজরে কাশ্মীর। কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান বিবাদ বহু যুগ ধরে চলে আসছে। এইবার সেই বিবাদ মেটানোর জন্য ভারত-পাকিস্তানকে একসঙ্গে হওয়ার ডাক দিলেন তিনি। এদিন কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আহ্বান জানান তিনি। গত সাত দশকে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। তবে কোনও স্থায়ী সমাধান পাওয়া যায়নি। নেহরুর দৌলতে কাশ্মীর ইস্যু রাষ্ট্রসংঘের মঞ্চে গড়ালেও আজও এর মীমাংসা হয়নি পাকিস্তানের সদিচ্ছার অভাবেই। শাহবাজ এদিন জানিয়েছেন যে, কাশ্মীর সমস্যার স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধান না পাওয়া পর্যন্ত ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভাল হবে না। মোদীর উদ্দেশে তিনি বলেছেন যে, “মোদীজির উদ্দেশে আমার বার্তা যে, কাশ্মীরি মানুষদের ইচ্ছা অনুযায়ী তিনি এই সমস্যার সমাধান করুক।” এদিন তিনি বলেছেন, “দুর্ভাগ্যবশত আমরা ভারতের সঙ্গে ভাল সম্পর্ক রক্ষা করতে পারিনি। নওয়াজ শরিফ ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চেয়েছিলেন।” তিনি বলেছেন, “২০১৯ সালের অগাস্টে কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছিল। পূর্ববর্তী ইমরান খানের সরকার এই বিষয়ে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারেনি। আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই। কিন্তু কাশ্মীর নিয়ে যতক্ষণ পর্যন্ত না কোনও স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব হচ্ছে ততক্ষণ সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে না। আমরা কাশ্মীরিদের রক্ত ঝরতে দিতে পারি না। কাশ্মীরি মানুষদের আমরা নৈতিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে যাব।”