নিজস্ব সংবাদদাতাঃ নেদারল্যান্ডস, সুইডেন ও জার্মানি ইউক্রেনে সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্তে সহায়তার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে ২.৭ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। লুক্সেমবার্গে ইইউ'র পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার ডাচ পররাষ্ট্রমন্ত্রী ওপকে হোয়েস্ট্রার ডাকা এক বৈঠকে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। বৈঠকের পর হোয়েস্ট্রা বলেন, "ফৌজদারি আদালত ইউক্রেনীয়দের জন্য ন্যায়বিচারের দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্র্যাকগুলির মধ্যে একটি। নেদারল্যান্ডস রুশ আগ্রাসনের শিকারদের জন্য ন্যায়বিচার চায়।" হোয়েস্ট্রা নেদারল্যান্ডসের পক্ষ থেকে আইসিসিকে তার তদন্তে সহায়তা করার জন্য ১ মিলিয়ন ডলারেরও বেশি প্রতিশ্রুতি দিয়েছেন। জার্মানি জানিয়েছে, আদালতের কাছে অতিরিক্ত ১০ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।