নিজস্ব সংবাদদাতাঃ গতকাল ৪৪ রানে মুম্বইয়ের বুকে হেরেছে কলকাতা। বিজয়ী দলের নাম দিল্লি। দিল্লির কাছে হারার পর শ্রেয়স বলেন, “যখন তুমি ২১৫ রানের টার্গেট চেজ করতে নামো, তখন একটা ভালো শুরু’র প্রয়োজন থাকে ম্যাচে। প্রতিপক্ষের বোলাররা কি রকম বোলিং করবে ওই সব নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই, কারণ প্রথম বল থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করার প্রয়োজন আছে, এবং এক্ষেত্রে একটা ভুলের জন্য ব্যাটার আউট হতেই পারে। তাই এক্ষেত্রে আমি দলের কারোর কোনও ভুল দেখছি না। তবে হ্যাঁ, শেষ কয়েকটা ম্যাচে শুরু’টা আমরা ভালো ভাবে করতে পারিনি, এবং এক্ষেত্রে আমাদের পরিশ্রম করতে হবে। এটা এই টুর্নামেন্টের সবে শুরু, আমাদের আরও পরিশ্রম করতে হবে মাঠে ভালো কিছু করে দেখাতে হলে, আশা রাখছি আমরা প্রত্যাবর্তন করবোই।”