রাজনীতিতে প্রণব-পুত্রের নয়া ইনিংস

author-image
New Update
রাজনীতিতে প্রণব-পুত্রের নয়া ইনিংস

নিজস্ব প্রতিনিধি: এক সফল ইঞ্জিনিয়ার, এক বিধায়ক ও ২ বারের সাংসদ, তার প্রয়াত পিতা প্রণবের ছায়া থেকে অনেকটা পথ এসেছেন অভিজিৎ মুখার্জী। তিনি তার পিতা প্রণবকে কাছ থেকে দেখে রাজনীতিতে দক্ষতা অর্জন করেছেন। প্রণব মুখার্জীকে কংগ্রেসের চাণক্য বলা হতো। অভিজিতের রাজনীতিতে রূপান্তর খুবই স্বাভাবিক। কেন্দ্রীয় সরকারি সংস্থায় উচ্চ পদে চাকরি করার পর, অভিজিৎ তার প্রথম নির্বাচন জেতেন নলহাটি থেকে, বাংলায় বিধায়ক হন। তারপর তাকে আর পিছনে ফিরতে হয়নি। তিনি জঙ্গিপুরে ২ বার জিতে কংগ্রেস সাংসদ হয়েছেন। কিন্তু অভিজিতের মোহভঙ্গ হয়েছে, যেভাবে কংগ্রেস কমিটি বাংলায় কাজ করেছে। তার ওপর বামেদের সঙ্গে কংগ্রেসের জোট ও দিশাহীনতা এবং পিসিসি সভাপতি অধীরের স্বেচ্ছাচারিতা তার আরও মোহভঙ্গ ঘটিয়েছে। অবশেষে অভিজিৎ সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলে যোগ দিতে রাজনীতিতে এক নয়া ইনিংসের জন্য।





আরও খবরঃ  https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=8746 /  https://anmnews.in/Home/GetNewsDetails?p=8739
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm