নিজস্ব সংবাদদাতাঃ সকাল সকাল ঘুমের রেষ কাটতে না কাটতেই ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনির ফিনশাফেনে ভূমিকম্প অনুভূত হয় । ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৬০ ম্যাগনিটিউড। স্থানীয় সময় সোমবার সকাল ৭ টা বেজে ১১ মিনিট ৩৬ সেকেন্ডে কেঁপে ওঠে ফিনশাফেন। ভূমিকম্পের উৎসস্থল ছিল ফিনশাফেন থেকে ৮৪ কিলোমিটার দক্ষিণপূর্বে। ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।