নিজস্ব সংবাদদাতা : দেওঘরে রোপওয়ে দুর্ঘটনা । নিহত ২। জখম ৮। রবিবার দুর্ঘটনার পর ত্রিকূট পাহাড়ে রোপওয়েতে এখনও আটকে রয়েছেন ৪৮ জন। তাঁদের উদ্ধার করতে স্থানীয় প্রশাসনের তরফে সেনা ও আধা সামরিক বাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। সাহায্য নেওয়া হচ্ছে বায়ুসনার হেলিকপ্টারের। দেওঘরের জেলা প্রশাসক মঞ্জুনাথ ভজন সোমবার বলেছেন, 'রবিবার ১১ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। অন্তত ৪৮ জন এখনও ক্যাবল কারগুলিতে আটকে আছে এবং ভারতীয় বিমান বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী দলগুলির সাথে উদ্ধার অভিযানে জড়িত রয়েছে৷ আইএএফ অভিযানে দুটি এম আই ১৭ হেলিকপ্টার মোতায়েন করেছে।'