রামনবমীতে রণক্ষেত্র জেএনইউ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রামনবমীতে রণক্ষেত্র জেএনইউ

নিজস্ব সংবাদদাতাঃ মাংস খাওয়া নিয়ে রীতিমতো রক্তারক্তি কাণ্ড দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। প্রথমে বচসা। তারপর হাতাহাতি। তারপর তা ইট-পাটকেলে গিয়ে ঠেকে। রক্ত ঝরে জেএনইউ এর কাবেরী হস্টেলের মাটিতে। রবিবার দেশের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে রামনবমী। রামনবমী পালনে রাস্তায় শোভাযাত্রা করেছে একাধিক বিজেপি নেতৃত্ব। সেই শোভাযাত্রা ঘিরে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। তবে জেএনইউ-র ঘটনা একেবারে নজিরবিহীন। রামনবমীর দিন মাংস খাওয়াকে কেন্দ্র করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ‘গুন্ডারা’ আগেই জেনেইউ এর কাবেরী হস্টেলে ভাঙচুর চালিয়েছে। মেসের সেক্রেটারিকে মারধরও করার অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। এইবার দুইপক্ষ এই ঘটনাকে কেন্দ্র করে বচসায় জড়ায়। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। দুইপক্ষই আগ্রাসী হয়ে ইঁট-পাটকেল ছুড়তে শুরু করে। এই ঘটনায় জখম হয়েছেন দুইপক্ষেরই ছাত্র-ছাত্রী। কয়েকজন গুরুতর জখম বলে জানা গিয়েছে। রক্তারক্তি কাণ্ড বাঁধে জেএনইউ-র কাবেরী হস্টেল চত্বরে। পড়ুয়াদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনগুলি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে।