ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরি’ উদ্বোধন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরি’ উদ্বোধন

হাবিবুর রহমান, ঢাকাঃ প্রতিটি মানুষের নিজস্ব চিন্তা-ভাবনা ও মতামত আছে এবং তা প্রকাশের অধিকারও আছে। তবে সাংবাদিকদের মতামত নয় বরং ঘটনার ফ্যাক্টস বা সত্যতা খুঁজে বের করতে হয়। আর এ সত্যতা খোঁজার সব থেকে উত্তম উপায় হল বই এবং ভালো জায়গা হল লাইব্রেরি। আমরা যত পড়বো আমাদের সত্য অন্বেষণের ক্ষেত্র তত উন্মুক্ত হবে এবং আরও বেশি আগ্রহ জাগবে। একই সঙ্গে আমরা সত্য এবং মতামত প্রকাশে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারব। সঠিক ইতিহাস জেনে নতুন ইতিহাস তৈরি করতে পারব। ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আধুনিক লাইব্রেরি চালু হয়েছে। এর নামকরণ করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে। ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের সহযোগিতায় আধুনিক এই লাইব্রেরি নির্মাণ করা হয়েছে। রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন ভবনে নির্মিত কাজী নজরুল ইসলাম লাইব্রেরির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ।
বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশ ও ভারত অত্যন্ত বন্ধুপ্রতীম দেশ। করোনার কারণে দু’দেশের মধ্যে অনেক কার্যক্রমই থেমে আছে। তবে এখন যখন করোনা থেমে আসছে, তখন আমরা আশা করছি সেসব কার্যক্রমগুলো আবারও খুব দ্রুত চালু হবে। এ সময় তিনি কবি কাজী নজরুল ইসলামের নামে লাইব্রেরির নামকরণ করায় সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। ভালো সাংবাদিক ও লেখক হতে হলে পাঠের গুরুত্ব অপরিসীম। আর বই পাঠের সব থেকে ভালো জায়গা হল লাইব্রেরি। আর সেই বিষয়টি চিন্তা করে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চালু হয়েছে ‘কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরি’।