কলকাতা থেকে গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কলকাতা থেকে গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক

নিজস্ব সংবাদদাতাঃ  গ্রেফতার করা হল বিশ্বভারতীর অধ্যাপক সুমিত বসুকে। এই অধ্যাপকের বিরুদ্ধে হেনস্থা, বিদ্বেষ ছড়ানো, প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তোলেন বিশ্বভারতীর অর্থনীতির এক ছাত্র। তার ভিত্তিতেই রবিবার কলকাতা থেকে গ্রেফতার করা হয় এই সঙ্গীত ভবনের অধ্যাপক সুমিত বসুকে। সূত্রের খবর, সোমবার তাঁকে সিউড়ি আদালতে তোলা হবে। অভিযোগকারী ছাত্রের নাম, সোমনাথ সৌ। তিনি গত সেপ্টেম্বর মাসে শান্তিনিকেতন থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেখানে লেখেন, অধ্যাপক সুমিত বসু জাতিগত বিদ্বেষ ছড়াচ্ছেন। এমনকী হেনস্থা থেকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পর্যন্ত ওঠে বিশ্বভারতীর এই অধ্যাপকের বিরুদ্ধে। বিষয়টি আদালত অবধি গড়ায়। সূত্রের খবর, অধ্যাপক সুমিত বসুও শান্তিনিকেতন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সোমনাথ সৌয়ের বিরুদ্ধে। আদালতে শুরু হয় টানাপোড়েন। সিউড়ি আদালতে এই মামলার শুনানি হয়। সঙ্গীত ভবনের অধ্যাপক আগাম জামিনের জন্য সিউড়ি আদালতে আবেদনও করেন। কিন্তু সিউড়ি আদালত‌ তা খারিজ করে দেয়।