নিজস্ব প্রতিনিধি -হৃত্বিক রোশন এর সাথে কঙ্গনা রানাওয়াত এর সম্পর্কের কথা কারুর অজানা নয়।সেই নিয়ে আজও চর্চায় রয়েছেন কঙ্গনা। অভিনেত্রীকে ইতিমধ্যেই টেলিভিশনের ধারাবাহিক 'লক আপে' দেখা যাচ্ছে সঞ্চালকের ভূমিকায়।আর সেখানেই এক প্রতিযোগির কথার পরিপ্রেক্ষিতে ঋত্বিকের প্রসঙ্গ টানেন অভিনেত্রী। সম্প্রতি লক আপ এর এক প্রতিযোগী অন্য এক বিবাহিত প্রতিযোগীর প্রেমে পড়েছেন এবং সেটি ন্যাশনাল টেলিভিশনের সামনে স্বীকারও করেছেন।তারপরেই অভিনেত্রী বলেন, 'বিবাহিত পুরুষের প্রতি আকৃষ্ট হন প্রত্যেক কমবয়সী মেয়েরা।আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি।কিন্তু তোমার প্রসঙ্গে কথা বলছি না।হতে পারে বিবাহিত পুরুষরা অনেক বেশি দায়িত্ববান হন। অনেক বেশি আকর্ষণীয় হন।এমন অনেক গুণ থাকে তাদের মধ্যে যা সহজে আকৃষ্ট করে কম বয়েসী মেয়েদের।ওরা এমন গল্প তৈরি করে রাখে নিজের স্ত্রী সম্পর্কে যে ওরা কতই না অবিচারের শিকার।' এদিকে তিনি আরও বলেন,'আমার জীবনে এই ঘটনা বড় কেলেঙ্কারির ঘটনা হয়ে রয়েছে।যখনই সেই সমস্ত কমবয়সী মেয়েরা ওই বিবাহিত পুরুষকে তার স্ত্রীর হাত থেকে রক্ষা করতে যায়,তখনই গল্প অন্য দিকে মোড় নেয়,আপনারা যদি স্ত্রীদের গল্প শোনেন চমকে উঠবেন। "