নিজস্ব সংবাদদতা : রাম নবমীতে ২৭টি মন্দিরের পুনর্নিমাণের দাবি তুলল বিশ্ব হিন্দু পরিষদ। মুখপাত্র বিনোদ বানসাল এ প্রসঙ্গে বলেন, ''কুতুব মিনার আসলে ছিল 'বিষ্ণু স্তম্ভ'। কুতুব মিনার ২৭টি হিন্দু-জৈন মন্দির ধ্বংস করার পর প্রাপ্ত সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল। শুধুমাত্র হিন্দু সম্প্রদায়কে উত্যক্ত করার জন্যই তৈরি করা হয়েছে সুপারিম্পোজড কাঠামো। আমরা দাবি করছি যে অতীতে ওই স্থানে ভেঙে ফেলা ২৭টি মন্দিরকে পুনর্নির্মাণ করা হোক এবং হিন্দুদের সেখানে প্রার্থনা করার অনুমতি দেওয়া হোক।''