দিগবিজয় মাহালিঃমেদিনীপুরঃ গত ৯ এপ্রিল শনিবার ভোররাতে পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমনি কোস্টাল থানার ডেরা গ্রাম থেকে একটি ট্রেকার চুরি হয়। তারপর সেই চুরি যাওয়া টেকার উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার পুলিশ। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে। পিংলার একটি গ্যারেজের সামনে থেকে ট্রেকারটি উদ্ধার করে পিংলা থানায় নিয়ে আসা হয়। পুলিশের অনুমান চোর গাড়িটিকে গ্যারেজের সমনে রেখে পালিয়ে গিয়েছে। রবিবার সকালে গাড়ির সমস্ত প্রমাণপত্র নিয়ে পিংলা থানায় উপস্থিত হয় গাড়ির মালিক। সমস্ত কাগজপত্র খতিয়ে দেখছে পিংলা থানার পুলিশ। এরপরই আদালতের নির্দেশে ওই গাড়িটিকে মালিকের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।