পোখরানে সফল নয়া ‘পিনাক’ রকেটের পরীক্ষা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পোখরানে সফল নয়া ‘পিনাক’ রকেটের পরীক্ষা

নিজস্ব সংবাদদাতাঃ সীমান্তে শত্রুর মোকাবিলা করতে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পথে নতুন করে একধাপ এগোল ভারত। পোখরানে পিনাক রকেট লঞ্চার সিস্টেমের সফল পরীক্ষা করল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। গত দু’সপ্তাহ ধরে চলছিল এই পরীক্ষা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সেনার সঙ্গে যৌথভাবে এই পরীক্ষা চালিয়েছে ডিআরডিও। গত ১৪ দিনে টানা বেশ কয়েকটি পরীক্ষা চালানো হয়েছে। বিভিন্ন দূরত্বে Pinaka Mk-I রকেট নিক্ষেপ করা হয়েছে। প্রতিটি ট্রায়ালেই লক্ষ্যভেদ সফল। বিভিন্ন মাত্রার ২৪টি রকেট ছোঁড়া হয়েছে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে। এর মধ্যে অধিকাংশই ছিল নতুন করে বর্ধিত পরিসীমার রকেটের পরীক্ষা। এই সিস্টেম থেকে ৪২ সেকেন্ডে নিক্ষেপ করা যায় ৭২টি রকেট। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটিকেও বদলানো দরকার হয়ে পড়েছিল। এবার তাই নানা পরিবর্তন করে নতুন পিনাক-ইআর প্রস্তুত করেছে ডিআরডিও। সেগুলিই পরীক্ষা করে দেখা হল। এবং সেই পরীক্ষাও সফল। দেখা গিয়েছে, আগে পিনাক রকেট ৪৫ কিমি দূরে লক্ষ্যভেদে সফল ছিল। কিন্তু এই নতুন পিনাক রকেট অব্যর্থ আঘাত হানতে পারে ৭০ কিমি দূরেও। উল্লেখ্য, ডিআরডিও ছাড়াও আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট পুণে এবং হাই এনার্জি মেটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি এই রকেট লঞ্চার সিস্টেম নির্মাণের সঙ্গে যুক্ত।