দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ পুলিশ ও জনসাধারণের মধ্যে দূরত্ব দূর করার জন্য, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ নিয়মিতভাবে শহুরে এলাকায় এবং জেলার প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি পুলিশিং বিভিন্ন জনমুখী কর্মসূচির আয়োজন করছে। ৯ ও ১০ এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও শংকর নেত্রালয়ের (কলকাতা) সহায়তায় চক্ষু পরীক্ষা শিবিরের ব্যবস্থা করা হয়েছে। আজ শংকর নেত্রালয়ের চিকিৎসক পিড়াকাটা এলাকায় ৩৫০ জন রোগীকে পরীক্ষা করেন। তাদের বিনামূল্যে চশমাও সরবরাহ করা হয়। যাদের অপারেশন প্রয়োজন তাদের জন্য বিনামূল্যে চোখের অপারেশনের ব্যবস্থাও করেছে এই চিকিৎসা কেন্দ্র। কাল এই চক্ষু পরীক্ষা শিবির হবে গোয়ালতোড় এলাকায়।