নিজস্ব সংবাদদাতাঃ উপত্যকায় দীর্ঘদিন বন্ধ ছিল জামিয়া মসজিদ। মসজিদ খুলতেই তৈরি হল বিশৃঙ্খলা। শুক্রবার নামাজের জন্য মসজিদে জড়ো হন কয়েক হাজার ব্যক্তি। গতকাল নামাজ শেষে কয়েকজন ব্যক্তি দেশবিরোধী স্লোগান তোলেন বলে অভিযোগ ওঠে। এই অভিযোগে ১৩ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। তবে এই ঘটনা নতুন নয়। ২০২১ সালেও একবার এই গ্র্যান্ড মসজিদের অন্দরে দেশবিরোধী স্লোগান তোলার জন্য কঠোর পদক্ষেপ করা হয়েছিল। এদিকে পুলিশ গতকালের ঘটনায় জানিয়েছে যে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। যাঁরা দেশবিরোধী স্লোগান তুলেছিলেন তাঁরা পাকিস্তান থেকে নির্দেশ পেয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানিয়েছে, গতকাল মসজিদে ২৪,০০০ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। তার মধ্যে মুষ্টিমেয় কিছু লোকজন দেশবিরোধী স্লোগান তোলে এবং গুন্ডামি করে।