মহিলার কাছ থেকে সোনার গহনা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মহিলার কাছ থেকে সোনার গহনা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের গোবর্ধনপুর গ্রামের ৫৫ বছর বয়সী এক ভদ্রমহিলা পূর্ব মেদিনীপুর জেলার পাঁচবেড়িয়া গ্রামে নিজ মেয়ের বাড়ি যাচ্ছিলেন টোটোতে করে। ভদ্রমহিলার নাম  সীতা রানী দাস বল্লুক। টোটোতে যাওয়ার সময় মেচেদার শান্তিপুর তেল পাম্পের কাছে ভদ্রমহিলার এক জোড়া সোনার বালা, এক জোড়া বাউটি , গলায় থাকা একটি চেন, এক জোড়া পাশা কানের এবং দুটি আংটি সহ মোট আট ভরি সোনার গহনা ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার পর ভদ্রমহিলাকে বাসে তুলে দেন স্থানীয় লোকজন। ভদ্রমহিলা কাঁকটিয়া বাস স্টপেজে নেমে মেয়ের বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলেন। এবং তারই পরিপ্রেক্ষিতে কোলাঘাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে কোলাঘাট থানার পুলিশ। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে।