নিজস্ব সংবাদদাতাঃ স্কুল যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা। রাস্তার ধারে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১০ বছর বয়সি এক স্কুল ছাত্রীর। ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। ঘটনা মালবাজার মহকুমার সাইলি চা বাগানের। করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল। আপাতত সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় খুলেছে বিদ্যালয়। প্রতিদিনের মতো আজ, শনিবার সকালেও স্কুলের দিকে রওনা হয়েছিল ১০ বছরের ছাত্রী প্রিয়া টোপ্পো। কিন্তু স্কুলে যাওয়ার আগেই সব শেষ। রাস্তার ধারে জমেছিল বৃষ্টির জল। সেই জলের মধ্যেই পড়েছিল বিদ্যুৎ এর তারের একটি অংশ। সেখানে পা দিতেই কেঁপে ওঠে ওই স্কুল পড়ুয়া। সঙ্গে সঙ্গে কাদা জলের উপরই লুটিয়ে পড়ে সে। ঘটনা জানাজানি হতেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। মৃতের দেহ ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এলাকার বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এভাবেই বিপজ্জনক ভাবে বৈদ্যুতিক তার রাস্তায় পড়ে রয়েছে। আবার অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়। ফলে দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এসব দেখেও নীরব প্রশাসন। বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কোনও লাভ হয়নি। এবার তারই খেসারত দিতে হল এই খুদেকে।