নিজস্ব সংবাদদাতাঃ জল জীবন মিশন নিয়ে ফের একবার মুখ খুললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে জানান, 'জল জীবন মিশন আজ দেশের উন্নয়নে এক নতুন গতি সঞ্চার করছে। তিন বছরেরও কম সময়ে যে ভাবে কোটি কোটি পরিবারে নলকূপের জল পৌঁছে গিয়েছে, তা মানুষের আশা-আকাঙ্ক্ষা ও মানুষের অংশগ্রহণের এক বড় উদাহরণ।' উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ অগাস্ট এই মিশনের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। মূলত প্রত্যেক বাড়িতে পরিষ্কার জল পৌঁছে দেওয়াই ছিল সরকারের লক্ষ্য।