নিজস্ব সংবাদদাতাঃ মনে করা হচ্ছে ইমরান খানের প্রস্থান নিশ্চিত। তবু এখনও ঝুলে রয়েছে ইমরান খানের ভাগ্য। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজের সিদ্ধান্ত বাতিল করে সুপ্রিম কোর্ট। সেদেশের শীর্ষ আদালতের নির্দেশে শনিবার এই ভোট হওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই ভোট করা যায়নি। বিরোধীদের অভিযোগ, অযথা সময় নষ্ট করছে ইমরানের দল। তাঁদের দাবি, শনিবার রাত আটটার মধ্যেই আস্থা ভোটের প্রক্রিয়া শুরু করতে হবে। এদিন পাক ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন শুরু হওয়ার পরে (ভারতীয় সময় দুপুর ১টা পর্যন্ত) স্থগিত করে দেওয়া হয়। পরে ফের তা শুরু হলেও দেখা যায় ইমরান নিজেই অনুপস্থিত। এদিকে বিরোধীরা আস্থা ভোটের আবেদন জানালেও স্পিকার বলেন বিদেশ নীতি সংক্রান্ত বিতর্ক প্রসঙ্গে আলোচনার কথা। এতেই পিছিয়ে যেতে থাকে অনাস্থা ভোট। সন্ধ্যার পরেও তা শুরু হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।