নিজস্ব সংবাদদাতাঃ কানাডার টরন্টোতে গুলিতে মৃত্যু হল এক ভারতীয় ছাত্রের। ২১ বছর বয়সী কার্ত্তিক বাসুদেব যখন কাজে যাচ্ছিলেন, সেই সময় এই ঘটনা ঘটে। এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান কার্ত্তিক। টরন্টো শহরে প্রবেশ করার মুখেই একটি সাবওয়ে রয়েছে। সেই সাবওয়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় খুন হতে হয় ওই তরুণকে। টরন্টো পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। টরন্টো পুলিশের হোমিসাইড শাখা এই ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তকারী আধিকারিকরা চেষ্টা করছেন যাতে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা যায়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কার্ত্তিক বাসুদেব নামে ওই তরুণকে হাসপাতালে নিয়ে যান এক ব্যক্তি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। শুক্রবার এই ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে টরোন্টোর ভারতীয় দূতাবাসের তরফে। ভারতীয় রাষ্ট্রদূত টুইটে লিখেছেন, আমরা স্তম্ভিত। এক দুর্ভাগ্যজনক ঘটনায় মৃত্যু হয়েছে ভারতীয় ছাত্রের। ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।