মাটির নীচ থেকে উঠে এলেন মহাদেব, চাঞ্চল্য ঝাড়গ্রামে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মাটির নীচ থেকে উঠে এলেন মহাদেব, চাঞ্চল্য ঝাড়গ্রামে

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ  ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বালিভাষা এলাকায় মাটির নিচ থেকে শনিবার উঠে এল মহাদেব। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকায় চাঞ্চল্য ছড়ালেও খুশি এলাকার ‌মানুষজন সহ মহাদেবের ভক্ত গন। মাটির নীচ থেকে শিবলিঙ্গের উত্থানে শিবলিঙ্গ দর্শনের জন্য ভিড় করেছেন এলাকার মানুষজন। শনিবার দুপুর থেকে শুরু হয়েছে পূজা অর্চনা। স্থানীয় সূত্রে জানা যায় যে, শুক্রবার হঠাৎ করে সাঁকরাইল ব্লকের বালিভাষা গ্রামের বাসিন্দা মনোরঞ্জন মাহাত নামে এক ব্যক্তির বাড়ির খামারে হঠাৎ করে ফাটল দেখতে পায় তার পরিবারের ‌লোকেরা। সাধারনত এই ছোটো ফাটলটি দেখে প্রথমে কিছুই বুঝতে পারেননি তারা। কিন্তু হঠাৎ করেই শনিবার সকালে ফাটল বড়ো হওয়ার সাথে সাথে শিবলিঙ্গ দেখতে পাওয়া যায়। তারপর ভিড় জমে সাধারণ মানুষের। ছুটে আসে আশেপাশের লোকজন। শনিবার দুপুর থেকে ফুল, বেলপাতা দিয়ে পূজা অর্চনা করা হয়। জানা গেছে ওই এলাকায় মহাদেবের মন্দির নেই তাই মন্দির ‌হলে খুশি হবে এলাকার মানুষজন। পুরো এলাকাটিকে ঘিরে রেখেছে ওই পরিবারের লোকেরা। গ্রামবাসীরা এসে মহাদেবের দর্শন করছেন। মনোরঞ্জন মাহাত বলেন, বাবা মহাদেব যখন নিজে থেকে দর্শন দিয়েছেন তাই ওই এলাকায় বাবার মন্দির প্রতিষ্ঠা করবেন এবং প্রতিদিন পূজা অর্চনা করার ব্যবস্থা করবেন। ওই পরিবারের সদস্য ইন্দ্রানী মাহাত বলেন, আমরা প্রথমে অন্য কিছু ভেবেছিলাম। এরপর গ্রামবাসীরা এসে বিষয়টি দেখার পর জানায় যে এটি একটি শিবলিঙ্গ। তাই নিষ্ঠা সহকারে মহাদেবের পুজো প্রতিদিন করা হবে বলে তিনি জানান। এমন অবিশ্বাস্য ঘটনায় তিনি ও তার পরিবারের সকলেই খুশি বলে জানান।