দেবিপুর গ্রামে ফের জ্বলে উঠল দুই তৃণমূল কর্মীর বাড়ি!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দেবিপুর গ্রামে ফের জ্বলে উঠল দুই তৃণমূল কর্মীর বাড়ি!

নিজস্ব সংবাদদাতাঃ বীরভূম বগটুইয়ের জ্বলন্ত ছবি এখনও রাজ্যের মানুষের স্মৃতিপটে সুস্পট। আদালতের নির্দেশে সিবিআই তদন্ত এবং রাজনৈতিক বাক্যবাণের মাঝে এখনও থমথমে গোটা গ্রাম। এরই মাঝে ফের রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা। তবে এবারের ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট। তৃণমূল কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগে অভিযুক্ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। যাকে কেন্দ্র করে ফের উত্থান নতুন রাজনৈতিক তরজার। এদিকে, এই ঘটনায় ইতিমধ্যেই দেবীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে একাধিক স্থানীয় আইএসএফ কর্মীর বিরুদ্ধে। শনিবার ভোররাত, তখনও ঘুমে আচ্ছন্ন বসিরহাটের মাটিয়া থানা এলাকার উত্তর দেবীপুর। হঠাৎ দাউ-দাউ করে জ্বলে উঠল স্থানীয় তৃণমূল কর্মী আরফান শেখ ও ফজের আলি গাজীর বাড়ি। অভিযোগ, স্থানীয় কয়েকজন আইএসএফ কর্মী আগুন লাগিয়ে দেয় বাড়ি দুটিতে। আগুনের আভাস পেতেই শুরু হয় প্রাণে বাঁচার মরিয়া চেষ্টা। যদিও ফের কোনও নারকীয় দুর্ঘটনা ঘটনার আগে কোনওমতে ভিতর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন সদস্যরা। আগুন নেভানোর আগেই ভস্মীভূত হয়ে যায় দুটি বাড়িরই অধিকাংশ সহ আসবাবপত্র ও বহু গুরুত্বপূর্ণ নথি। ঘটনার পরই তীব্র চাঞ্চল্য ছড়ায় স্থানীয় এলাকায়। তৃণমূল কর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় কাঠগড়ায় তোলা হয় স্থানীয় কয়েকজন আইএসএফ নেতৃত্বকে।