নিজস্ব সংবাদদাতাঃ সাতসকালে ভয়াবহ আগুন রাজধানীতে। এক জায়গায় নয়, একইসঙ্গে দুটি জায়গায় লাগল আগুন। শনিবার সকালে নয়া দিল্লির আজাদ মার্কেটে আগুন লাগে। এর কিছুক্ষণ পরই আনন্দ পার্বত ইন্ডাস্ট্রিয়াল এলাকায় আগুন লাগে। ইতিমধ্যেই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের যথাক্রমে ১০টি ও ২০টি ইঞ্জিন। এদিকে, আগুন নেভাতে গিয়ে ছয়জন দমকলকর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আজাদ মার্কেটে প্রথম আগুন লাগে। নিমেষের মধ্যে সেখান থেকে পরপর তিনটি বিল্ডিংয়ে আগুন লেগে যায়। সেখানে আগুন নেভাতে গেলে মার্কেটের ভিতরে থাকা একটি গ্য়াস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে পাঁচজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। তবে কারোর চোট গুরুতর নয়। আজাদ মার্কেটের আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকলের ২০টি ইঞ্জিন। দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, বর্তমানে আজাদ মার্কেট এলাকার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আপাতত বিল্ডিংগুলো ঠাণ্ডা করার কাজ চলছে। বিধ্বংসী আগুনের জেরে বিল্ডিংয়ের বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দলকে খবর দেওয়া হয়েছে ধ্বংসস্তূপ সাফ করার জন্য।