“আশ্চর্য্যজনক”: বাতিল আইনের অধীনে মামলা নিয়ে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের

author-image
New Update
“আশ্চর্য্যজনক”: বাতিল আইনের অধীনে মামলা নিয়ে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি: সোমবার সুপ্রিম কোর্ট আশ্চর্য্য ও বিরক্তি প্রকাশ করল, এটা জেনে যে তথ্য প্রযুক্তি আইনের ৬৬এ ধারায় ১ হাজারেরও বেশি মামলা রুজু হয়েছে, ৭ বছর আগে আইনটি বাতিল হওয়ার পর থেকে। বিতর্কিত এই আইনে পুলিশকে অনুমতি দেওয়া হয়েছিল অনলাইনে আপত্তিকর বিষয় পোস্ট করলে সেই ব্যক্তিকে গ্রেফতার করার।

২০১৫র ২৪শে মার্চ শীর্ষ আদালত ৬৬এ ধারা বাতিল করেছিল। বলেছিল বর্তমানে বাতিল আইনটি অস্পষ্ট, অসাংবিধানিক ও অবাধ বাক প্রকাশের লঙ্ঘন।

২ সপ্তাহের মধ্যে এই বিষয়ে কেন্দ্রের প্রতিক্রিয়া জানতে চেয়েছে আদালত।

পিইউসিএল আদালতে আর্জি জানিয়েছে, কেন্দ্রকে নির্দেশ দেওয়ার যাতে তারা সমস্ত থানাকে বলে, বাতিল এই আইনের অধীনে এফআইআর দায়ের না করে।





আরও খবরঃ  https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=8746 /  https://anmnews.in/Home/GetNewsDetails?p=8739
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm