নিজস্ব সংবাদদাতাঃ ১৮ টপকালেই এবার বুস্টার ডোজ । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, ১৮ ঊর্ধ্ব সমস্ত দেশবাসীই এবার বুস্টার তথা প্রি- কশনারি ডোজ পাওয়ার যোগ্য। এতদিন শুধুমাত্র প্রথম শ্রেণির কোভিডযোদ্ধা ও ষাটোর্ধ্বরা বুস্টার তথা প্রি-কশনারি ডোজ পাওয়ার যোগ্য ছিলেন। আগামী ১০ এপ্রিল থেকে ১৮ ঊর্ধ্ব সকলেই বুস্টার ডোজ পাবেন। যদিও এক্ষেত্রে থাকছে একটি শর্ত। দ্বিতীয় ডোজ নেওয়ার ন'মাস পরে কেউ বুস্টার ডোজ নিতে পারবেন। সেরাম সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে, কোভিশিল্ডের বুস্টার ডোজের দাম হচ্ছে ৬০০ টাকা।