নিজস্ব সংবাদদাতাঃ পুনর্মূল্যায়নের আবেদন জানানোর সময়সীমা বাড়িয়ে দিয়েছে সিবিএসই। জানা গিয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণির টার্ম-১ পরীক্ষার জন্য পুনর্মূল্যায়নের আবেদন এবং অন্যান্য বিরোধ নিষ্পত্তির অনুরোধ জানানোর শেষ তারিখ ২০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। যদিও পড়ুয়াদের মনে প্রশ্ন উঠছে, কীভাবে পুনর্মূল্যায়ন করবেন পড়ুয়ারা? সিবিএসই-র নিয়ম অনুযায়ী, কোনো পরীক্ষার্থী যদি পুনর্মূল্যায়নের আবেদন জানাতে চান, তা হলে নিজের উদ্বেগের কথা সংশ্লিষ্ট স্কুলের কাছে উত্থাপন করতে হবে। আবেদন পাওয়ার পর প্রথমে দেখতে হবে পরীক্ষার্থীর সমস্যার প্রতিকার স্কুলেই করা যায় কি না। শুধু তাই নয়, স্কুল যদি তা সমাধান না করতে পারে, তা হলে সিবিএসই-র সরকারি ওয়েবসাইটে বিরোধ নিষ্পত্তির অনুরোধ জানাতে হবে পড়ুয়াদের। সেটা করতে হবে স্কুলের তরফে।