নিজস্ব সংবাদদাতাঃকয়েক ঘণ্টার চরম উৎকণ্ঠার শেষে অবশেষে স্বস্তি। খোঁজ মিলল মহিষবাথানে সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলের নিখোঁজ পড়ুয়াদের। মাঝে গোটা সময়টা কোনও তথ্য না জানানোর পর পড়ুয়ারা তাদের বাড়ি ফিরেছে বলে জানানো হয়েছে স্কুলের তরফে। মাঝে যাবতীয় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার কারণ হিসেবে জানানো হল বাস-বিভ্রাট! স্কুলের পড়ুয়ারা তাদের নির্দিষ্ট বাসে না ওঠে অন্য বাসে উঠে পড়েছিল। আর তার জেরেই তৈরি হয়েছিল যাবতীয় সমস্যা। বাচ্চারা কোন বাসে যাওয়া-আসা করে, সেটা বলতে না পারাতেই বিভ্রান্তি বলে বক্তব্য স্কুল কর্তৃপক্ষের। আর বাস চালকদের ফোন বন্ধ থাকার কারণ হিসেবে স্কুলের তরফে জানানো হয়েছে, সমস্ত অভিভাবকরা একসঙ্গে ফোন করার জেরে বন্ধ হয়ে গিয়েছিল বাস চালকদের ফোন।