নিজস্ব সংবাদদাতাঃ বাংলায় ফের ব্যবসা-বাণিজ্য নিয়ে ফিরে এসেছে চিনেরা। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে চিনের শীর্ষ স্থানীয় কোম্পানিগুলো অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এএনএম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে চিনের কনসাল জেনারেল ঝা লিয়ু বলেন, 'ভিভো ও অপো ছাড়াও ডংফাং ইলেকট্রিক কোম্পানি এবং আরও কয়েকটি চিনা কোম্পানি বিজিবিএসের সময় বাংলায় বিনিয়োগের ধারণা ও সুযোগ খুঁজে বের করবে। এই সমস্ত সংস্থাগুলি ভারতে সফলভাবে কাজ করছে। আমরা ইউনান এবং অন্যান্য প্রদেশ থেকে আরও চিনা কোম্পানি আসতে এবং অংশগ্রহণ করতে আগ্রহী ছিলাম, কিন্তু কিছু সমস্যার কারণে আমরা তা করতে অক্ষম।" চিনা সিজি শীর্ষ সম্মেলনে বেশ কয়েকটি ইতিবাচক ব্যবসায়িক উদ্যোগের বিষয়ে আশাবাদী ছিল। লিয়ু বলেন, "আমি বলতে পারি না যে কোনও বিনিয়োগ হবে কিনা তবে আমি নিশ্চিতভাবে জানি যে সংস্থাগুলি শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগ্রহী।"