ভেনেজুয়েলা ভ্রমণের জন্য উইল করুন: অদ্ভুত ভ্রমণ পরামর্শ জারি করেছে আমেরিকা
যুদ্ধকালীন আইনের অধীনে ট্রাম্পের নিষেধাজ্ঞা বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট
শীর্ষ মুরগি রপ্তানিকারক এই দেশে বার্ড ফ্লু! বাণিজ্য নিষেধাজ্ঞা জারি
আমেরিকা কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য দেশের জন্য শুল্ক হার নির্ধারণ করবে, বললেন ট্রাম্প!
ভারত-পাকিস্তান সংঘাত মার্কিন স্বার্থে নয়, বললেন নিরাপত্তা বিশেষজ্ঞ!
"পাকিস্তান বেলুচিস্তানের ৮০% নিয়ন্ত্রণ হারিয়েছে, সেনাবাহিনী টহল দিতেও ভয় পাচ্ছে"! বালুচ নেতার বড় দাবি
BREAKING: গয়া নয়, পাল্টে গেল নাম!
জেলেনস্কি-পুতিন বৈঠকই পরবর্তী লক্ষ্য! দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী
রাশিয়া-ইউক্রেন আলোচনা "প্রত্যাশার চেয়েও বেশি ইতিবাচক"! বললেন তুর্কি কর্মকর্তা

বাড়ির ছাদ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বাড়ির ছাদ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য


রাহুল পাসওয়ান, আসানসোল : সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত চিতলডাঙ্গা গ্রামের নিজের বাড়ির ছাদ থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। মৃতের নাম মনোজ পাতোর (৪৫)। পেশায় দিনমজুর। বাড়িতে সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। মৃতের স্ত্রী মুনমুন পাতর জানান যে তার স্বামী মনোজ পাতোর রাত্রে ছাদের উপর একাই শুয়ে ছিল। তবে মধ্যরাত্রে স্বামীর চিৎকারের আওয়াজ পান স্ত্রী। এরপর মৃতের স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছাদের উপর এসে দেখে মনোজ পাতরের রক্তাক্ত দেহটি পড়ে থাকতে। এই ঘটনায় খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে সালানপুর থানা ও রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।পরিবারের দাবি, খুন করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িত সন্দেহ একজন কে আটক করেছে পুলিশ। মৃতের স্ত্রী মুনমুন পাতোর বলেন যে তার স্বামী মনোজ পাতোর কে সামডির বাসিন্দা নিরঞ্জনপাল ও কাঞ্চন পাল হুমকি দিয়েছিল। তার স্বামীকে খুন করা হয়েছে। যদিও এলাকার মানুষ ঘটনায় জড়িত থাকার সন্দেহ নিরঞ্জন পালকে দেখতে পেয়ে তাড়া করে গণপিটুনি দেয়। উত্তেজিত জনতার হাত থেকে নিরঞ্জন পালকে পুলিশ উদ্ধার করে রূপনারায়ণপুর ফাঁড়িতে নিয়ে আসে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।