প্রচারে ঝড় তুললেন শত্রুঘ্ন সিনহা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
প্রচারে ঝড় তুললেন শত্রুঘ্ন সিনহা

হরি ঘোষ, দুর্গাপুর : বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরের শংকরপুরে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে সভা করলেন তৃণমূলে মনোনীত প্রাথী শত্রুঘ্ন সিনহা। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখার্জি, পাণ্ডবেস্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্যরা।
 এদিন সভা শুরু হওয়ার আগে শত্রুঘ্ন সিনহাকে বরণ করে নেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। এদিন প্রচারে এসে শত্রুঘ্ন সিনহা বলেন, 'আজ আপনাদের সামনে আমি এসেছি আপনাদেরই ছেলে। আমাকে বাঙালি বাবু হিসেবে না আমাকে বিহারী বাবু হিসেবে আপন করে নেবেন সেটা আপনাদের ব্যাপার। তবে আমি সেই আপনাদেরই।'
এদিন বক্তব্যের শুরুতে বাংলা ভাষায় বক্তব্য রেখে এলাকার মানুষের মন জয় করেন শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, 'আসানসোল এলাকার প্রায় ৪৫ থেকে ৪৭ টি কয়লা খাদান লোকসানে চলছে এবং দু থেকে তিনটে কয়লা খাদানের লাভ হচ্ছে। আর এরই মধ্যে সরকার এমন নির্দেশ নিয়ে আসছে যার ফলে যে সমস্ত শ্রমিকরা ও তাদের পরিবার ৬০ থেকে ৭০ বছর ধরে আছে তাদের সেখান থেকে সব ছেড়ে চলে যেতে হবে।' তিনি আরো বলেন, 'আসলে বিজেপি এখন সব বিক্রি করা শুরু করেছে। এখন ওদের এটাই পলিসি। গোটা দেশে দিনের পর দিন বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা আর পাকিস্তানের যা অবস্থা তা সত্ত্বেও ভারত বর্ষে জিনিসপত্রের যা দাম বেড়েছে তা পাকিস্তান ও শ্রীলঙ্কাতেও বাড়েনি।'