নিজস্ব সংবাদদাতাঃ ১ জুলাই থেকে রাস্তায় সরকারি বাস নামলেও দেখা মেলেনি বেসরকারি বাসের। বাস মালিকদের দাবি, বাড়াতে হবে বাস ভাড়া, নইলে পথে নামবে না বাস। প্রশ্ন উঠছে বাড়বে কি বাস ভাড়া? এই বিষয়ে বাস মালিক সংগঠনের কর্তাদের সঙ্গে আজ বৈঠকে বসতে চলেছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। বাস মালিক সংগঠনের দীর্ঘদিনের দাবি পেট্রোল-ডিজেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বর্ধিত করতে হবে বাসের ভাড়া। এদিনের বৈঠক এ রাজ্যের পরিবহনমন্ত্রীর কাছে সেই দাবি আরও একবার তুলবে বাস মালিক সংগঠনগুলি। এদিকে সাধারণ মানুষের সমস্যার কথা উল্লেখ করে রাস্তায় বাস নামানোর আবেদন করবেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।