ত্রিপুরায় দেশ বিরোধী কার্যকলাপের অভিযোগে অভিযুক্তদের জামিন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ত্রিপুরায় দেশ বিরোধী কার্যকলাপের অভিযোগে অভিযুক্তদের জামিন

নিজস্ব প্রতিনিধি -ত্রিপুরায় তিন ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ৩ জনের পুলিশ রিমান্ড চেয়ে ত্রিপুরার আদালতে হাজির করা হলে ত্রিপুরার সোনামুড়া জেলা ও দায়রা জজ আদালত পুলিশের রিমান্ডের আবেদন নাকচ করে তাদের ৭ দিনের জেল হেফাজতে পাঠিয়েছিল। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের নামে পুলিশ গত ২রা এপ্রিল শনিবার মধ্যরাতে যাত্রাপুর থানা এলাকা থেকে ওই তিনজনকে তাদের বাড়ি থেকে ত্রিপুরার বিশালগড় থানায় নিয়ে যায়। তারা হলেন ইমার হোসেন (২৪), হামিদ আলী (৩৪) ও আবুল কাশেম (৩২)। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রণধীর দেববর্মা, ডিএসপি দেবাশীষ সাহা এবং দিল্লি ইন্টেলিজেন্স ব্যুরোর একটি বিশেষ দল তাদের জিজ্ঞাসাবাদ করে এবং দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করে।গত ৪ঠা এপ্রিল তিনজনকে ত্রিপুরার সিপাহীজলা জেলা আদালতে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। কিন্তু আদালত তাদের পাঁচ দিনের রিমানন্ডের আবেদন নামঞ্জুর করে ৬ই এপ্রিল পর্যন্ত জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ সঠিক কোনো তথ্য দিতে না পারায় বৃহস্পতিবার আদালত তাদের জামিন মঞ্জুর করেছে।