নিজস্ব সংবাদদাতাঃ বগটুই-এর পাশাপাশি এবার তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের খুনের তদন্তও সিবিআই করবে বলে সাফ জানাল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রামপুরহাটের বগটুই গ্রামের গণহত্যার ঘটনার সঙ্গে ভাদু শেখের খুনের ঘটনা ওতপ্রোতভাবে জড়িত, তাই সিবিআই এই ঘটনার তদন্ত করবে। আর কলকাতা হাইকোর্টের নির্দেশে তড়িঘড়ি তদন্তে নামছেন কেন্দ্রীয় আধিকারিকরা।