স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বৈঠক দুর্গাপুর নগর নিগমে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বৈঠক দুর্গাপুর নগর নিগমে

হরি ঘোষ, দুর্গাপুরঃ বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর মহকুমার অধিকাংশ বেসরকারি হাসপাতাল কতৃপক্ষকে নিয়ে স্বাস্থ্য সাথী কার্ডের বিষয়ে বৈঠক হল দুর্গাপুর নগর নিগমে। পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ মোহম্মদ ইউনুস, দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের কমিশনার ময়ূরী ভাসূ, মেয়র পারিষদ সদস্য রাখি তিওয়ারি সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে এই জরুরি বৈঠক হয়। স্বাস্থ্য সাথী কার্ডে যাতে সমস্ত রোগী চিকিৎসা পায় কোনও রোগীকে না ফেরায় হাসপাতাল কতৃপক্ষ সে বিষয় নিয়েও কড়া বার্তা দেওয়া হয় নগর নিগমের পক্ষ থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্য সাথী কার্ডের আওতায় থাকা কোনো রোগীকে কোনো হাসপাতাল ফেরালে সেই হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে। তারপরেও রাজ্যের একাধিক হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডে পরিষেবা পাচ্ছে না রোগী। একই অভিযোগ আসছিল দুর্গাপুর মহকুমা থেকেও।  দুর্গাপুর ফরিদপুর ব্লকের জব্বর পল্লী এলাকার পৌঢ় নির্মল মন্ডল পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় চলতি মাসের ২ তারিখ। স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ঘুরেও হয়নি চিকিৎসা। ৩ তারিখ মৃত্যু হয় পৌঢ়ের। স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা না পেয়ে ওই পৌঢ়ের মৃত্যুর পর পথ অবরোধ, বিক্ষোভ শুরু হয়। স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা হয়নি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন দুর্গাপুর নগর নিগমের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। হাসপাতালের বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো জানান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। সমস্যাগুলো দ্রুত দূরীকরণের আশ্বাস দেন বলে জানান বেসরকারি হাসপাতালের আধিকারিকরা।