নিজস্ব সংবাদদাতাঃ- ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার গোদাপিয়াশাল ও ভাদুতলা স্টেশন সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে ওই অজ্ঞাতপরিচয় মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর। ওই ব্যক্তির এখনও পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি। জানা যায় যে আপগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। আপ ১৩৭ বাই ১৩ /১৪ আউটপোস্টে। এলাকাবাসী থেকে জানা যায় যে আপগামী রাচি এক্সপ্রেসে' যাওয়ার সময় ঘটনাটি ঘটেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ ও শালবনি থানার পুলিশ।