করোনা আবহে মাথায় হাত আনারস চাষীদের

author-image
Harmeet
New Update
করোনা আবহে মাথায় হাত আনারস চাষীদের

সুদীপ ব্যানার্জী, চোপড়া: করোনা আবহে কপালে চিন্তার ভাঁজ আনারস চাষীদের। মরশুমের শুরুতেও অমিল আশানুরূপ দর। গড়ে ৮ থেকে ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আনারস। এই পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে চোপড়া ব্লকের হাপতিয়াগছ, মাঝিয়ালি, চোপড়া ও সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার আনারস চাষীদের।

প্রতিবছরই ভিন রাজ্যে রপ্তানি হয় চোপড়ার বিভিন্ন ব্লকে উৎপাদিত আনারাস। ফলে ফলন অনুযায়ী ভালো দাম পাওয়া যেত,কিন্তু করোনা আবহে আশানুরূপ দাম মিলছে না আনারসের। আনারস চাষীদের একাংশদের মতে  ‘কানপুর, লক্ষ্ণৌ, উত্তর প্রদেশ সহ বিভিন্ন রাজ্যে রপ্তানি হয় আনারস। কিন্তু উৎপাদিত ফসলের দাম মিলছে না।যেভাবে সারের দাম ও অন্যান্য খরচ বেড়েছে তাতে ৮-১০ টাকা কেজি দরে আনারস বিক্রি করতে হলে আখেরে লোকসানের মুখোমুখি হতে হবে আমাদের।’