নিজস্ব সংবাদদাতাঃ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা রাশিয়ার হাতে কিয়েভ অঞ্চলে বেসামরিক নাগরিকদের হত্যার ঘটনাকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, "এসব নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যা করা যুদ্ধাপরাধ এবং আমাদের দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতকে এ বিষয়ে তদন্তের অনুরোধ জানিয়েছে। আমি বিশ্বাস করি যে রাশিয়াকে অবশ্যই কঠোরভাবে জবাবদিহি করতে হবে"। কিশিদা কিয়েভের উপকণ্ঠে বুচা শহরে ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের উপর সংঘটিত ভয়ানক নৃশংসতার প্রতিক্রিয়ায় শোক ও হতাশা প্রকাশ করেছেন।