"স্বাস্থ্যই সম্পদ" বার্তা নিয়ে দুয়ারে পড়ুয়ারা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
"স্বাস্থ্যই সম্পদ" বার্তা নিয়ে দুয়ারে পড়ুয়ারা

দিগবিজয় মাহালী, চন্দ্রকোনাঃ "স্বাস্থ্যই সম্পদ" বিশ্ব স্বাস্থ্য দিবসের দিনে স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে চন্দ্রকোনায় পথে নামলেন চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের পড়ুয়ারা। বৃহস্পতিবার সকালেই রীতিমতো প্ল্যাকার্ড হাতে চন্দ্রকোনায়  মিছিল করে পড়ুয়ারা। এরপরই চন্দ্রকোনার পিছিয়ে পরা গ্রাম ভেলাইবনি সহ একাধিক গ্রামে গিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা দেন তাঁরা। সুস্থ সবল স্বাস্থ্য পেতে ঠিক কী করা উচিত সে বিষয়টি যেমন দিন আনা দিন খাওয়া মানুষদের সামনে তুলে ধরা হয় ঠিক তেমনই মাদক সেবন কিংবা ধূমপানে শরীরের কী ক্ষতি হয় সে বিষয়টিও তুলে ধরা হয় সাধারণ মানুষের সামনে। চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের উদ্যোগে চন্দ্রকোনা হাসপাতালে সহযোগিতায় বেশ কিছু সাধারণ স্বাস্থ্য পরীক্ষাও করা হয় গ্রামবাসীদের। পড়ুয়াদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কর্মসূচিতে যোগ দেন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের কর্মীরাও। পড়ুয়াদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ।