পথ দুর্ঘটনায় মৃত্যুতে সারা বিশ্বে শীর্ষে ভারত

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পথ দুর্ঘটনায় মৃত্যুতে সারা বিশ্বে শীর্ষে ভারত

নিজস্ব সংবাদদাতাঃ  পথ দুর্ঘটনায় সারা পৃথিবীতে সবথেকে বেশি মৃত্যু হয় ভারতে। বুধবার রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে লিখিত জবাবে এমনই জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি। পরিবহণমন্ত্রী জানিয়েছেন, সারা বিশ্বে পথ দুর্ঘটনায় হওয়া মৃত্যুতে শীর্ষস্থানে রয়েছে ভারত। দুর্ঘটনায় জখম হওয়ার পরিসংখ্যানে ভারতের স্থান তিন নম্বরে। এদিন ২০২০ সালের পরিসংখ্যান তুলে ধরে গড়করি জানিয়েছেন, পথ দুর্ঘটনায় মৃতদের ৬৯ শতাংশের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। এছাড়া২০২০ সালে দেশে ৩ লক্ষ ৫৪ হাজার ৭৯৬টি দুর্ঘটনা হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ২০১ জন। আহত হয়েছেন ৩ লক্ষ ৩৫ হাজার ২০১ জন। দেখা গিয়েছে, আক্রান্তদের মধ্যে ৪৩.৬ শতাংশ টু হুইলারের দুর্ঘটনায় পড়েছেন। এছাড়া বাস, গাড়ি ও ট্রাকের ক্ষেত্রে তা ৩.১ শতাংশ, ১৩.২ শতাংশ ও ১২.৮ শতাংশ।