নিজস্ব প্রতিনিধি-গোটা বিশ্ব জুড়েই সাফল্যতা অর্জন করেছে ছবি 'আরআরআর'। দেখতে দেখতে ১০০০ কোটির দরজায় পৌঁছে গেছে এই ছবিটি।ছবির সফলতার জন্যই মুম্বইতে এক বিশাল বড় পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টিতে উপস্থিত ছিলেন ছবির বিভিন্ন কলাকুশলীরা।আর সেখানেই অভিনেতা রাম চরণকে খালি পায়ে দেখতে পাওয়া যায়। কালো পোশাকে খালি পায়ে রামচরণকে সেই পার্টিতে দেখতে পেয়ে অনুগামীদের মধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। অবশেষে জানা গেছে,আয়াপ্পা দীক্ষার রীতি পালন করছেন দক্ষিণী অভিনেতা। এবং তার কারণে তাকে ৪৮ দিন জুতো না পায়ে দিয়ে থাকতে হবে। ৪৮ দিনের মাথায় পুজো দিয়ে তারপরে জুতো পরতে পারবেন অভিনেতা।