হাবিবুর রহমান, ঢাকাঃ কোভিড-১৯ হানার দুই বছর পর এবার বাংলাদেশের নাগরিকরা পর্যটক ভিসা নিয়ে গত মঙ্গলবার থেকে ভারতে আসার সুযোগ পেয়েছেন। বাংলাদেশের বৃহত্তর স্থলবন্দর যশোর সীমান্তের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে গত ২ দিনে ভারতে এসেছেন ১২০ জন যাত্রী । পুরনো ট্যুরিস্ট ভিসাধারী কোন পাসপোর্ট যাত্রী ভারতে ঢুকতে পারছেন না। শুধু গত মাসের ২৬ মার্চের পর দূতাবাস থেকে পাওয়া ট্যুরিস্ট ভিসাধারীরাই ভারতে আসার সুবিধা ভোগ করতে পারবেন বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন।
তবে করোনার আগে ইস্যুকৃত ট্যুরিস্ট ভিসা স্থগিত থাকায় সে সব ভিসাধারী যাত্রী ভারতে ঢুকতে পারবেন না। সে ক্ষেত্রে ভিসার শর্তানুযায়ী হরিদাসপুর রুট লেখা থাকতে হবে। বিমান রুটের ভিসাধারী পাসপোর্ট যাত্রীরা বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে ঢুকতে পারবেন না। এক্ষেত্রে তাদের নতুন করে রুটের অনুমোদন নিতে হবে বাংলাদেশের ভারতীয় হাই কমিশন থেকে। এই তথ্য জানিয়েছেন বেনাপোল ইমিগ্রেশন আধিকারীক রাজু আহমেদ।