নিজস্ব প্রতিনিধি - দ্রব্যমূল্যের বাড়তি দামের উপর ভিত্তি করে আজ ত্রিপুরার আগরতলার বুকে কংগ্রেসের এক বিক্ষোভ মিছিল হয় আর তাতেই নিজের ক্ষোভ উগড়ে দেন কংগ্রেসের নেতা সুদীপ রায় বর্মন।ত্রিপুরায় চাকরি সঙ্কট এবং বেকারত্ব সমস্যার জন্য কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী উভয়ই একই কথায় বিভিন্ন কাজের তথ্য দিচ্ছেন, তাহলে কাকে বিশ্বাস করবে জনগণ।" বর্মন বলেন, "প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর আমলে পেট্রোলের সর্বোচ্চ দাম ছিল ৬২টাকা এবং ডিজেলের ৫০ টাকা এবং এখন ১০৯-এ এসে পৌঁছেছে এবং ডিজেলও প্রায় দ্বিগুণ হয়েছে।এটাই বিজেপির আচ্ছে দিন।"তিনি বলেন,এই আচ্ছে দিনে ৪ কোটির বেশি মানুষ চাকরি হারিয়েছে।বলা হয়েছিল বছরে ২ কোটি চাকরি দেওয়া হবে,একই প্রতিশ্রুতি ত্রিপুরাতেও দেওয়া হয়েছিল, সব শূন্য পদ পূরণ করা হবে কিন্তু আশ্চর্যের বিষয়, বিভিন্ন নেতারা নানা ধরনের বক্তব্য দিচ্ছেন। ২০২২- এর ৪ঠা ডিসেম্বর, বিপ্লব দেব ২৩,০০১টি চাকরি দেওয়া হয়েছে বলে দাবি করেছিলেন যেখানে সম্প্রতি তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, যে নিয়মিত পোস্টের অধীনে মাত্র ৪,৫০০টি চাকরি দেওয়া হয়েছে কার তথ্য সঠিক? বাস্তব হল উভয়ই মিথ্যে কথা বলছে।টেট-এর অধীনে মাত্র কয়েকটি চাকরি দেওয়া হয়েছিল।"