এবার পাঞ্জাবের স্কুল পাঠ্যে অন্তর্ভুক্ত হল কৃষক আন্দোলন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এবার পাঞ্জাবের স্কুল পাঠ্যে অন্তর্ভুক্ত হল কৃষক আন্দোলন

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রের বিজেপি সরকারের তিন কৃষি আইনের বিরুদ্ধে দেশজুড়ে চলেছিল কৃষক বিক্ষোভ। এক বছর ধরে চলেছিল সেই বিক্ষোভ। কৃষক আন্দোলনের জেরে শেষ পর্যন্ত ওই আইনগুলো তুলে নিতে বাধ্য হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই কৃষক আন্দোলন স্থান পেল পাঞ্জাবের স্কুলের পাঠ্যবইয়ে। জানা গিয়েছে, পাঞ্জাবের বেশকিছু বেসরকারি স্কুলের ষষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হয়েছে সাম্প্রতিক কৃষক আন্দোলন। গ্রন্থের ওই অধ্যয়ের নাম দেওয়া হয়েছে ‘কিষান আন্দোলন’। পাঁচ পৃষ্ঠার ওই অধ্যায়টি যে বইয়ে রয়েছে তার নাম ‘মোহ দিয়ান ট্যানডন’। বইটির প্রকাশক গ্লোবাল লার্নিং সলিউশন। ষষ্ঠ শ্রেণির পাঠ্যবইটির লেখকের নাম ড. জগজিৎ সিং ধুরি। উল্লেখ্য, ধুরি লুধিয়ানার ব্রিটানিকা ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারপার্সন। এইসঙ্গে তিনি পাঞ্জাবের ফেডারেশন অফ প্রাইভেট স্কুলের রাজ্য সভাপতি।